Image description

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাট পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) এজেন্ট ব্যাংকিং আউটলেট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আউটলেটের উদ্বোধন করা হয়।

ইবিএল বারইয়ারহাট এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারী আবু সাঈদের সার্বিক তত্ত্বাবধানে এবং ইবিএল মীরসরাই শাখার আরএম মঈনুল হোসেন টিপুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবিএল এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট চট্টগ্রাম জোনের এরিয়া হেড হোসেইন মারুফ ইমতিয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবিএল ফেনী শাখার ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ ইসমাইল হোসেন, ভ্যাট এন্ড ট্যাক্স-এর সাবেক বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম লিটন ও উত্তরা ব্যাংকের কর্মকর্তা রায়হান উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল এজেন্ট ম্যানেজমেন্টের ইসতিয়াক আহম্মেদ, সিএন্ডএফ কোম্পানি মেঘদূত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাঈদ আহম্মেদ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন ও সমাজকর্মী মাকছুদুল আলম শাহীন। এছাড়া এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী।