শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না। এমনটা জানিয়েছেন তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নরওয়ের অসলোতে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠানটি হওয়ার কথা।
ভেনেজুয়েলার এই বিরোধী দলীয় নেত্রী গত অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার পান। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর থেকে তিনি পলাতক জীবনযাপন করছেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা জনসাধারণের অজানা।
মাচাদোর দলের প্রতিনিধিরা জানান, তিনি মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে দিনের বাকি অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের আশা করা হচ্ছে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মাচাদোর পক্ষে পুরস্কার গ্রহণ ও বক্তব্য দেবেন তাঁর মেয়ে।
আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের পক্ষ থেকে মাচাদোর অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করা হয়েছে। তবে তাঁর ভ্রমণ করাটা খুবই বিপজ্জনক। আশা করা হচ্ছে শিগগিরই অসলোতে আসবেন।




Comments