Image description

বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে শুক্রবার (১৩ ডিসেম্বর) এ সতর্কতা জারি করে মার্কিন সংস্থাটি। এতে ভ্রমণকারীদের ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সিডিসির ঘোষণায় বলা হয়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে বর্তমানে চিকুনগুনিয়া রোগের বিস্তার বৃদ্ধি পেয়েছে। এসব স্থানে ভ্রমণের সময় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, উষ্ণমণ্ডলীয় এসব অঞ্চলে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। রোগটির কার্যকর চিকিৎসা না থাকলেও এটি টিকাপ্রতিরোধযোগ্য। যেসব দেশে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে ভ্রমণের পরিকল্পনা রয়েছে, ভ্রমণের আগে তাদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু ঢাকা শহরেই কমপক্ষে ৭০০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।

চিকুনগুনিয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর ও জোড়ায় জোড়ায় তীব্র ব্যথা। পাশাপাশি মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জোড়ায় ফোলা কিংবা ফুসকুড়িও দেখা দিতে পারে। সংক্রামিত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে এসব উপসর্গ প্রকাশ পায়। যদিও বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

ডব্লিউএইচওর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ লাখ ৪৫ হাজার রোগী চিকুনগুনিয়ার চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

মশা প্রতিরোধক ব্যবহার, পুরো হাত-পা ঢেকে রাখা পোশাক পরা এবং বাসস্থানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ভ্রমণকারীদের বিভিন্ন পরমর্শ দিয়েছে সিডিসি।