কম্বোডিয়ার সীমান্ত এলাকার ভেতর হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তি ভেঙে ফেলেছেন থাইল্যান্ডের সেনারা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত।
কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ডিসেম্বরের শুরু থেকে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ সময় একেঅপরের বিরুদ্ধে ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ ঘটনা ‘অসম্মানজনক’, যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করে এবং ধরনের ঘটনা কোনোদিন হওয়া উচিত নয়।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কম্বোডিয়ার প্রেহ ভিহের প্রদেশের মুখপাত্র লিম চানপানহা বলেছেন, এই মূর্তিটি কম্বোডিয়ার ভেতরে অবস্থিত। তিনি জানিয়েছেন, এটি একটি বিষ্ণু মূর্তি। যা ২০১৪ সালে বানানো হয়েছিল। এটি থাইল্যান্ড থেকে ৩২৮ ফুট ভেতরে অবস্থিত।
জানা গেছে, গত সোমবার মূর্তিটি ভেঙে ফেলে থাইল্যান্ডের সেনারা। যেখানে মূর্তিটি অবস্থিত সেটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা।




Comments