পাকিস্তানের খাইবার পখতুনখোয়া (কেপি) ক্যানাবিস রেগুলেটরি অথরিটি (সিআরএ) প্রদেশটিতে গাঁজা চাষ এবং প্রক্রিয়াজাতকরণের লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি নথিপত্রে এই পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সরকারি তথ্যমতে, গাঁজা চাষের লাইসেন্স ফি ৬ লাখ রুপি থেকে কমিয়ে ৫ লাখ রুপি করা হয়েছে। এছাড়া গাঁজা প্রক্রিয়াজাতকরণের লাইসেন্স ফি ১৫ লাখ রুপি থেকে কমিয়ে ১০ লাখ রুপি এবং ইন্ডাস্ট্রিয়াল হেম্প বা শণ প্রক্রিয়াজাতকরণের ফি ৭ লাখ থেকে কমিয়ে ৫ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ ইন্ডাস্ট্রিয়াল হেম্প এবং হেম্প বীজের তেলের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে। তবে ফুল-স্পেকট্রাম ক্যানাবিডিওল (সিবিডি) এবং টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি)-এর ওপর আবগারি শুল্ক প্রতি কেজিতে ৩,০০০ রুপি থেকে বাড়িয়ে ৫,০০০ রুপি করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর আবগারি, কর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল গত ৪ ডিসেম্বরের একটি উপকমিটির সভার সুপারিশের ধারাবাহিকতা।
সিআরএ সভায় খাইবার পখতুনখোয়ার জন্য প্রস্তাবিত ‘হেম্প মডেল’ উপস্থাপন করা হয়। সভায় আবগারি, কর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সচিব এবং স্বাস্থ্য সচিব ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে এই মডেলটিকে আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিকল্পনা অনুযায়ী, খাইবার পখতুনখোয়ার নামী শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) হেম্প চাষের লাইসেন্স দেওয়া হবে। এই শিল্প প্রতিষ্ঠানগুলো সরাসরি স্থানীয় কৃষকদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। বোর্ড অফ ইনভেস্টমেন্ট (বিওআই) এবং শিল্প বিভাগ এই যৌথ উদ্যোগে মধ্যস্থতা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। এক্ষেত্রে কৃষকদের ব্যক্তিগত বা সমবায় সমিতি হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হেম্প বীজের আমদানি এবং এর শংসাপত্র সংগ্রহের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানের ওপর। তবে ওষুধি গাঁজা চাষ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে। ড্রাগ রেগুলেটরি অথরিটি অফ পাকিস্তান (ড্র্যাপ)-এর মানদণ্ড ও প্রয়োজনীয়তা যাচাই সাপেক্ষে এটি পরবর্তীতে বিবেচনা করা হবে।
এছাড়া, একটি নতুন গাঁজা মডেল তৈরি এবং বর্তমান নীতিমালাগুলো পর্যালোচনার জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি উপকমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সিআরএ ইতিমধ্যে চাষ ও প্রক্রিয়াজাতকরণের আবেদন ফরম, নমুনা বিশ্লেষণ ফরম এবং পর্যায়ক্রমিক পরিদর্শন ফরমসহ প্রয়োজনীয় সব রেজিস্টার অনুমোদন করেছে।




Comments