Image description

আন্তর্জাতিক সব ধরনের নিয়ম উপেক্ষা করে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘোষণা দিয়েছেন।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর দিন শেষ করে দিচ্ছে। এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের জন্যও একই ধরনের পদক্ষেপ নেওয়ার অজুহাত তৈরি হয়েছে।

বারাকাত বলেন, ‘এটি সম্ভবত যে কোনো আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক। রাষ্ট্রের সার্বভৌমত্বের মৌলিক নীতিই ভেঙে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে ধরনের হামলা লেবানন ও ইরানে চালিয়েছে, এই হামলাও তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। আমরা যে ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনে চলতে অভ্যস্ত তারা সেই সীমা ছাড়িয়ে যাচ্ছে।’

এ প্রসঙ্গে বারাকাত বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে সামনে রেখে চীন এখন তাইওয়ানের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা দেখাতে পারে- যে অঞ্চলটিকে চীন দীর্ঘদিন ধরেই নিজের অংশ বলে দাবি করে আসছে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন অংশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কারাকাসে অবস্থানরত আল জাজিরার এক প্রতিবেদকের বরাতে জানানো হয়, শনিবার ভোরের দিকে শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। একই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংস্থাটি জানায়, ভোররাতে কারাকাসে একাধিক উচ্চ শব্দ শোনা গেছে।

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রাজধানীতে অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একই সঙ্গে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।