Image description

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা চায়ের দোকানগুলো এখন ‘মিনি সিনেমা হল’ ও জুয়ার আড্ডায় পরিণত হয়েছে। উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়কের মোড়ে মোড়ে এসব দোকানে গভীর রাত পর্যন্ত চলছে টেলিভিশনে অশ্লীল ছবি প্রদর্শন এবং ক্যারাম ও মোবাইল অ্যাপের মাধ্যমে জুয়া খেলা। এতে পড়াশোনা শিকেয় তুলে বিপথগামী হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, যার ফলে এলাকায় আশঙ্কাজনকহারে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের বেচাকেনা বাড়ানোর কৌশল হিসেবে মালিকেরা বড় বড় রঙিন টেলিভিশন, প্রজেক্টর এবং ক্যারাম বোর্ড বসিয়েছেন। ধনবাড়ীর ব্যবসায়ী হুমায়ুন কবীর মানিক, সোহেল রানা ও আকরাম হোসেনসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এসব দোকানে বিকেল থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত কুরুচিপূর্ণ সিনেমা ও গান চালানো হয়। সেখানে বেকার যুবক ও ভবঘুরেদের পাশাপাশি ভিড় করছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। দীর্ঘ সময় এসব আড্ডায় মগ্ন থাকার ফলে তারা যেমন পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে, তেমনি জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে।

এলাকাবাসীর দাবি, টাকা দিয়ে ক্যারাম খেলা এবং সরকার নিষিদ্ধ মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা এখন এসব দোকানের নিত্যদিনের চিত্র। জুয়াকে কেন্দ্র করে মাঝেমধ্যে বাগ্বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সম্প্রতি ‘কিশোর গ্যাং’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, “চায়ের দোকানে জুয়া খেলা ও গভীর রাত পর্যন্ত টেলিভিশন চালিয়ে আড্ডা দেওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। খোঁজখবর নিয়ে দ্রুতই এসব বন্ধে এবং কিশোর গ্যাং ঠেকাতে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর