Image description

ক্ষতিকর ও আক্রমণাত্মক ময়না পাখির সংখ্যা নিয়ন্ত্রণে পরিচালিত জাতীয় কর্মসূচি কাতারে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ২০২২ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটিতে প্রায় ৪৫ হাজার ময়না পাখি ধরা হয়েছে।

কাতার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই অভিযানের ফিল্ড লিডার সালেহ আল-ইয়াফেই এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ৪৫টি নির্ধারিত স্থানে ৭৩১টি বিশেষ খাঁচা ব্যবহার করে এই বিপুল পরিমাণ পাখি ধরা হয়েছে। আগামী মাসগুলোতে আরও নতুন নতুন এলাকা এই অভিযানের আওতায় আনা হবে।

সালেহ আল-ইয়াফেই এই কর্মসূচিকে সফল করতে জনসাধারণের সহায়তা কামনা করেছেন। কোথাও এই পাখির ঝাঁক দেখা গেলে হটলাইন নম্বর ১৬০৬৬-এ জানানোর জন্য তিনি অনুরোধ করেন। এছাড়া পাখিরা যাতে বাসা বাঁধতে না পারে, সেজন্য বাড়ির গাছপালা নিয়মিত ছাঁটাই করা এবং দেয়ালের ছিদ্র বা গর্তগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, এই আক্রমণাত্মক ময়না পাখিগুলো কাতারের স্থানীয় পরিবেশ ব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এগুলো স্থানীয় অন্যান্য পাখির প্রজাতি ও তাদের বাসা ধ্বংস করে দেয়। এছাড়া কৃষিজমির ফসল নষ্ট করার পাশাপাশি মানুষের মাঝে সংক্রামক রোগ ছড়াতেও এই পাখি ভূমিকা রাখে। সব মিলিয়ে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে এই প্রজাতির পাখি।

তথ্যসূত্র : গল্ফ টাইমস্