রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চেচেন নেতা রমজান কাদিরভকে অপহরণের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি মন্তব্য করেন, এর মাধ্যমে রুশ প্রেসিডেন্টকে একটি কড়া বার্তা দেওয়া সম্ভব হবে। তাঁর যুক্তি-এই পদক্ষেপের ফলে চাপে পড়ে ইউক্রেন সংঘাত বন্ধে বাধ্য হতে পারেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন সংঘাতকে আরও উসকে দিতে কাদিরভ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি।
একই সময়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সিদ্ধান্তকে আবারও সাধুবাদ জানান।
এদিকে, জেলেনস্কির এই আহ্বানের কড়া জবাব দিয়েছেন রমজান কাদিরভ। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় জেলেনস্কিকে ‘বোকা’ বলে সম্বোধন করে কাদিরভ বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই ধরনের প্রস্তাব নিছক কাপুরুষোচিত আচরণ।




Comments