জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম। বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকায় গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল তার পক্ষে এই আইনজীবী নিয়োগের আদেশ দেন।
বুধবার এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর নিয়োগপত্র বা চিঠি সময়মতো ইস্যু না হওয়ায় শুনানি পিছিয়ে আগামী ১১ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন আইনজীবী লিটন আহমেদ। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও সহিদুল ইসলামসহ অন্যান্যরা।
উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা এবং এর মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা ও উসকানি দেওয়ার অভিযোগে এই বিচারিক প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments