Image description

পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে ‘দৈনিক আমার দেশ’র প্রতিনিধি মো. জলিলুর রহমান সভাপতি এবং ‘দৈনিক মানবকণ্ঠ’র প্রতিনিধি মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেস ক্লাবের মোট ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মো. জলিলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক পান ১৬ ভোট এবং দৈনিক জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু পান ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন মো. জসিম উদ্দিন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সময়ের আলোর মনিরুজ্জামান হিরণ পান ১১ ভোট। এছাড়া ৩৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর এবিএম মিজানুর রহমান; তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্য নিউ নেশনের মু. মঞ্জুর মোর্শেদ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সেন্টু (খোলা কাগজ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক মো. পিয়াল হাসান (সময়ের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসা. কহিনুর বেগম (সাগরকূল), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব) এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম কুমার (বিজয় টিভি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত চারজন হলেন- মো. খলিলুর রহমান (দৈনিক সাথী), জীতেন্দ্র নাথ রায় (সমকাল), অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ) ও আবু সুফিয়ান (সংগ্রাম)।

নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলকে কাজ করার আহ্বান জানান।