Image description

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবা খাত অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। তিনি মনে করেন, এই খাতে মুনাফা অর্জনের প্রবণতার কারণে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর: বাংলাদেশের পরিকল্পনা’ শীর্ষক এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “স্বাস্থ্যসেবার নামে অর্থ উপার্জনের বিশাল সুযোগ রয়েছে। এই খাতে অর্থ উপার্জন করা খুবই সহজ হতে পারে, কারণ এর পেছনে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জনের প্রবৃত্তি। ফলে, এই দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।” তিনি আরও বলেন, “আমরা একটি অত্যন্ত মৌলিক বিষয় উত্থাপন করেছি—ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি, এটি কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।”

কোভিড-১৯ মহামারীর সময় টিকা বিতরণে অসমতার বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “টিকা বিতরণ খুবই ভুলভাবে করা হয়েছিল। বিশ্বের মাত্র ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ গ্রহণ করেছিল।” তিনি এই অসমতার জন্য মুনাফাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করেন।

স্বাস্থ্যসেবা খাতে সামাজিক সমস্যা সমাধানের জন্য সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, “সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে টেকসই ও ন্যায্য সমাধান আনা সম্ভব।” এই পদ্ধতি বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার বাড়াতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ অংশ নেন। তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এই বৈঠক জাতিসংঘ সাধারণ পরিষদের সময়ে বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন পরিকল্পনা ভাগাভাগি করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। প্রধান উপদেষ্টার এই মন্তব্য স্বাস্থ্যসেবা খাতে মানবকেন্দ্রিক ও ন্যায্য পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর নতুন করে আলোকপাত করেছে।