
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে সর্বশেষ ৪ টা ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন রুটের ৪টি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, ২টি ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইট, ২টি আন্তর্জাতিক ফ্লাইট, যার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক টু ঢাকা রুটের ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য টু ঢাকা রুটের ফ্লাইট রয়েছে।
ইব্রাহীম খলিল জানান, সব ফ্লাইট চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে, আজ দুপুর ২টা ৩৪ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সেখানে ফ্লাইট ওঠা-নামা স্থগিত করা হয়।
Comments