আইন করে নয়, মনোভাব ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে গৃহকর্মীর অধিকার সুরক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক।
শনিবার (২৫ অক্টোবর) এফডিসিতে ‘আইন করে নয়, মানবিক দৃষ্টিভঙ্গি গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে’ শীর্ষক ছায়া সংসদে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নেটস বাংলাদেশ ও এডুকেশন আউট লাউড। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শিরীন পারভীন বলেন, ‘গৃহকর্মীদের অধিকার শুধু আইনের মাধ্যমে নয়, মনোভাব ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে গৃহকর্মী সুরক্ষার বাস্তবায়ন অনেক সহজ হবে।’
তিনি বলেন, ‘গৃহকর্মীদের ন্যূনতম নিবন্ধন প্রয়োজন। এতে তারা সামাজিক ও আইনগত স্বীকৃতি পাবে। তবে কেবল আইনের আওতায় আনলেই তাদের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়।’
শিরীন পারভীন বলেন, ‘শিশু, নারী ও গৃহকর্মীদের জন্য আলাদা করে একটি ন্যায়পাল গঠন করা গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে। আন্দোলন শুধু শ্রমিকের মজুরির জন্য নয়, মর্যাদার জন্যও হতে হবে।’
নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে অ-প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমজীবীদের জন্য ১৬টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। তবে এ খাতে বেতন কাঠামো নিয়ে কোনো সুপারিশ করা হয়নি বলে জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর ইশতেহারে গৃহকর্মীদের অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন শিরীন পারভীন।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘গৃহকর্মী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত ছাড়া মানবিক রাষ্ট্র গড়া সম্ভব নয়।’



Comments