Image description

নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র (টিসিএ) আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে (২৫ অক্টোবর) নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে টিসিএ একাদশ ২-১ গোলে সাংবাদিক একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বক্তব্য দেন।

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি ও সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
টিসিএ সভাপতি মোহাম্মদ সোহেল জানান, বিজয়ী দলকে একটি ছাগল প্রদান করা হয়।