Image description

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাটে একাদশ পল্লীর উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শ্যামা পূজা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর ৪৫তম পূজাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে গড়ে উঠেছে এক অনন্য সম্প্রীতির পরিবেশ, যা রূপ নিয়েছে সর্বজনীন উৎসবে।

গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব প্রতিদিনই এলাকাজুড়ে তৈরি করছে আনন্দ ও উৎসবের আমেজ। সন্ধ্যা নামতেই মেলা প্রাঙ্গণ ও পূজামণ্ডপে ভিড় জমাচ্ছে বিভিন্ন ধর্মের দর্শনার্থীরা।

অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। তিনি বলেন, “এ দেশ সকল ধর্ম ও জাতির মানুষের—এখানে বিভেদ নয়, সম্প্রীতিই আমাদের শক্তি। সকলের ঐক্যেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ।” এ সময় তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা হ্যান্ডবিলও বিতরণ করেন।

পরবর্তীতে বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়ে দেশ গঠনে ঐক্য ও সম্প্রীতির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক সহ বিভিন্ন স্তরের সাংবাদিক ও অতিথিরাও উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
আয়োজক কমিটির সভাপতি নরেন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক ভজন সমাদ্দারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সপ্তাহব্যাপী মেলা এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে স্থান পেয়েছে।

প্রতিবছরের মতো এবারও শ্যামা পূজা উপলক্ষে চাঁদেরহাট একাদশ পল্লীতে অনুষ্ঠিত এ মেলা স্থানীয়দের কাছে পরিণত হয়েছে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের উৎসবে।