Image description

বিসিক শিল্প নগরীতে বরাদ্দ পাওয়া প্লট নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান স্থাপন না করলে সেই বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শনিবার সকালে বরিশাল বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আগের সরকারে রাজনৈতিক বিবেচনায় অনেককে প্লট দেওয়া হয়েছিল। তারা কোনো প্রকল্প বাস্তবায়ন করেনি, শুধু দখল করে রেখেছে। এসব বরাদ্দ বাতিলের প্রক্রিয়া চলছে।’

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, ‘বিসিকের উন্নয়নে সরকার কাজ করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুনভাবে প্লট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় শিল্প মন্ত্রণালয়ের ৩৪টি বাফার সার গোডাউন নির্মাণ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জানান, এর একটি বরিশালে নির্মিত হচ্ছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে তিনি বলেন, ‘আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।’