Image description

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ও তথ্যবহুল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রংপুর সেনানিবাসে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান।

রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে প্রদর্শনী আরও প্রাণবন্ত রূপ লাভ করে। এতে সেনাবাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্র, নৌবাহিনীর যুদ্ধজাহাজের মডেল, বিমানবাহিনীর যুদ্ধবিমানের মডেল ও বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (নৌবাহিনী), লালমনিরহাট বিএএফ ইউনিটের কমান্ডার (বিমানবাহিনী), রংপুর রিজিয়নের ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিচারকবৃন্দ, বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিনিধিরা।

স্টল পরিদর্শনকালে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন বলেন, “সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা ও দুর্যোগে জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। আধুনিকায়ন ও পেশাদারিত্বে আমরা বিশ্বমানের বাহিনীতে পরিণত হয়েছি।”

অতিথিরা সশস্ত্র বাহিনীর আধুনিক সক্ষমতা, উন্নত প্রশিক্ষণ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। সাধারণ জনগণের জন্য উন্মুক্ত এ প্রদর্শনী সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা ও জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে আয়োজকরা আশাবাদী।

প্রদর্শনী আগামী কয়েকদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।