নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ইসি সচিব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী কীভাবে দায়িত্ব পালন করবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, "সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে বা তাদের সুনির্দিষ্ট কাজ কী হবে, তার গাইডলাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে। নির্বাচন কমিশন শুধু সার্বিক মনিটরিং ও সমন্বয়ের কাজটি করবে।" তিনি জানান, বর্তমানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রয়েছে, যা নির্বাচনের তফসিলের সঙ্গে সাংঘর্ষিক হবে না।
বৈঠকে নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা হিসেবে তিন স্তরের (স্ট্যাটিক, চেকপোস্ট ও মোবাইল টিম) নিরাপত্তা ব্যবস্থা এবং অপতথ্য রোধে ইউএনডিপির সহায়তায় একটি ‘সাইবার নিরাপত্তা সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




Comments