Image description

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে এ সভা আহ্বান করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেন্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন ঢাকায় দিনদুপুরে একজন সম্ভাব্য প্রার্থীর এভাবে গুলির শিকার হওয়ার ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন ঘটনা ঘটিয়ে যাতে কেউ নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক করেছেন।