শুভ বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিষ্টান ধর্মাবলম্বী বিশিষ্টজন ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।
শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতি দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীর প্রতি বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট ও অক্ষুন্ন রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ক্রিসমাস ডে বা বড়দিনের উৎসব উদযাপন করে থাকেন। বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।




Comments