বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। আজ ২৫ নভেম্বর ২০২৪, সোমবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৫৩৮ - পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৭৫৯ - একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে। এতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন।
১৮১৩ - জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৭৫ - ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
১৮৮০ - ফরাসি বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
১৯৩৬ - জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।
১৯৭৫ - দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
১৯৯২ - চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।
১৯৯৬ - পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।
২০০১ - সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হন।
২০০৪ - রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
২০০৭ - উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।
জন্ম
১৫৬২ - লাফান ডি ভেগা, স্পেনীয় নাট্যকার ও কবি।
১৮৪১ - আর্নেস্ট সচ্রডের, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৮৯৫ - লুডভিক সভোবডা, চেক জেনারেল, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।
১৮৯৮- দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।
১৯০৪ - বা জীন, চীনা লেখক।
১৯০৮ - নাট্যকার নূরুল মোমেন।
১৯১৫ - অগাস্টো পিনোশের, চিলির জেনারেল, রাজনীতিবিদ ও ৩০তম প্রেসিডেন্ট। রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯১৯ - ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই।
১৯২০ - রিকার্ডো মন্টাল্বান, মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, গায়ক ও পরিচালক।
১৯২৩ - মাউন কইভিস্টো, ফিনিশ মহাজন, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
১৯২৫ - নারায়ণ দেবনাথ, প্রখ্যাত ভারতীয় বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।
১৯৩১ - মিন্টু দাশগুপ্ত, বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক।
১৯৩৩ - শক্তি চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।
১৯৩৪ - ভৈরব গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি যাত্রা পালাকার।
১৯৪৬ - ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।
১৯৬২ - হিরনবু সাকাগুচি, জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াল্কারের প্রতিষ্ঠিাতা।
১৯৭৭ - গুইলেরমো কানাস, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
১৯৮১ - জাবি আলোনসো, স্পেনীয় ফুটবলার।
১৯৮৪ - গাস্পারড উলিয়েল, ফরাসি মডেল ও অভিনেতা।
১৯৮৬ - ক্রেগ গার্ডনের, ইংরেজ ফুটবলার।
মৃত্যু
১৫৬০ - আন্দ্রেয়া ডরিয়া, ইতালীয় এডমিরাল।
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক।
১৮৮৫ - টমাস এ. হেন্ড্রিক্স, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ২১তম উপ-রাষ্ট্রপতি।
১৯১১ - ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।
১৯২৫ - যদুনাথ পাল, খ্যাতনামা মৃৎশিল্পী।
১৯৪১ - বিনয় কুমার, সমাজতাত্ত্বিক।
১৯৫০ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার।
১৯৫৬ - অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫৯ - জেরার্ড ফিলিপ, ফরাসি অভিনেতা।
১৯৭০ - ইয়ুকিও মিশিমা, জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক।
১৯৭৩ - লরেন্স হার্ভি, লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা।
১৯৭৪ - উ থান্ট, জাতিসংঘের তৃতীয় মহাসচিব।
১৯৮১ - রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক।
১৯৯০ - ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস।
১৯৯৭ - হাস্টিংস বান্ডা, মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
২০১৩ - উইলিয়াম অ্যান্থনি ফোকেস, ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
২০১৬ - ফিদেল কাস্ত্রো, কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।
২০২০ - ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বাঙালি প্রাবন্ধিক, নাট্যগবেষক, শান্তিনিকেতনের রবীন্দ্রভবনের অধ্যক্ষ স্বপন মজুমদার।
মানবকণ্ঠ/আরআই
Comments