Image description

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি বৈঠক করেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এর মধ্যে আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়টি উঠে আসে।

তিনি আরও বলেন, প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে এনসিপি সন্তুষ্ট নয়। তবে, এনসিপি আইআরআই প্রতিনিধি দলের কাছে আশা ব্যক্ত করেছে যে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করা সম্ভব।