"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) যৌথভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করেছে। বুধবার (২২ অক্টোবর) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ, ও থানার এসআই দেবল সরকার। এছাড়াও নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মস্তুফা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর মর্মান্তিক ঘটনা স্মরণ করে বলেন, সেই শোককে শক্তিতে পরিণত করেই ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের জন্ম হয়। তাঁরা 'সড়ক দুর্ঘটনা'কে নিছক নিয়তি নয়, বরং মানবসৃষ্ট একটি ব্যাধি হিসেবে উল্লেখ করেন এবং এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্য নিসচার নিরন্তর আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, বরং এটি একটি সামাজিক সংগঠন যা সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করছে এবং বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে অঙ্গীকারবদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দদের সড়ক নিরাপত্তা কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকাল ১০টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে বড়লেখা পৌর শহরে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।।



Comments