উন্নত চিকিৎসার উদ্দেশে আজ মধ্যরাতেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই বেগম জিয়াকে বিদেশে স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। কাতার এয়ারলাইন্সের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মধ্যরাতে অথবা শুক্রবার ভোরে তাকে লন্ডনের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। যাত্রাপথে তার সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য সঙ্গে থাকবেন দেশি ও বিদেশি চিকিৎসকদের একটি দল।
এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করে যে, বেগম জিয়াকে বহন করতে দেশটির আমিরের বিশেষ ‘রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স’ প্রস্তুত রয়েছে। এই সহযোগিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়ার আশু আরোগ্য ও নিরাপদ যাত্রার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. জাহিদ হোসেন।




Comments