Image description

জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

সোমবার (৮ ডিসেম্বর) সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।  

মিয়া গোলাম পরওয়ার জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের।  

এদিন, বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সিইসিসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইসির সাথে বৈঠক করে।