আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি: ১৩টি ট্যাবসহ নগদ টাকা লুট
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র হাসপাতাল থেকে ১৩টি ইলেকট্রনিক ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে কর্মকর্তারা অফিসে এসে চুরির বিষয়টি টের পান।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা অফিসের পেছনের লোহার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার তছনছ করে মূল্যবান সরঞ্জাম নিয়ে যায়। চুরির প্রমাণ লুকাতে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার ডিভিআর মেশিনও খুলে নিয়ে গেছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- ১৩টি ইলেকট্রনিক ট্যাব, ১টি ডেস্কটপ কম্পিউটার, ২টি ল্যাপটপ, সিসি ক্যামেরার ডিভিআর এবং ভ্যাকসিন বিক্রির নগদ ২৫ হাজার টাকা।
এ বিষয়ে হাসপাতালের ফিল্ড অফিসার সানি দাশ বলেন, ‘সকালে অফিসে এসে দেখি জানালার গ্রিল কাটা এবং ভেতরে সবকিছু ওলটপালট অবস্থায় পড়ে আছে। অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র মেঝেতে ছড়ানো-ছিটানো ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।’
হাসপাতালে দায়িত্বরত ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া বলেন, ‘চুরির ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’




Comments