মনোনয়ন দ্বন্দ্বে বহিষ্কৃত বিএনপি নেতা লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দল থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফিয়া আমিন পাপ্পা মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর কুল্লাতলী গ্রামের বাসিন্দা হাফেজ খায়রুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রার্থিতা প্রসঙ্গে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, "বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমার সময় কেটেছে জেল, আদালত আর হুলিয়া মাথায় নিয়ে পলাতক অবস্থায়। তৃণমূলের দাবির মুখে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাতে গিয়ে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি এবং দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তবে আমি এখনো আশাবাদী। আগামী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমি দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো। আমার সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসা আছে এবং জনগণের রায়েই আমি জয়ী হবো।"
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে দলীয় মনোনয়ন দেওয়া হলে হিরণের অনুসারীরা ক্ষুব্ধ হন। এই মনোনয়ন কেন্দ্রিক বিরোধের জেরে গত ৯ নভেম্বর হিরণসহ ৫ জন বিএনপি নেতাকে এবং ১০ নভেম্বর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৯ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়।




Comments