‘আল্লাহ সাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৪ মাসে তিনি বিন্দুমাত্র দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, "আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। কেউ আমার সামনে এসে বলতে পারবেন না যে আমি কারও পকেট থেকে বা কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও অন্যায়ভাবে নিয়েছি।"
নির্বাচনী ব্যবস্থা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "যারা অতীতে কেন্দ্র দখল করেছেন বা আগামী নির্বাচনে দখল করার পরিকল্পনা করছেন, তাদের স্পষ্ট করে বলে দিচ্ছি—আমরা আপনাদের বিন্দুমাত্র ছাড় দেব না। সংস্কার ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে আমরা জোটবদ্ধভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করব।"
ভোটাধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে, যা নিয়ে সচেতন থাকতে হবে। আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দেন, আমি আপনার সেই ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করব। কিন্তু যদি কেউ প্রশাসন, পুলিশ বা ক্যাডার ব্যবহার করে নির্বাচন ম্যানিপুলেট করতে আসে, তবে আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াবই।"
সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, "বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার প্রিয় নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘ সময় কারাবন্দী রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শত অত্যাচারেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিয়ে যাব।"
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও ওই আসনের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মানবকন্ঠ/আরআই




Comments