Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের যে মশাল জ্বালিয়েছিলেন, তা দীর্ঘ সময় বহন করেছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে সেই মশাল তথা গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। যারা দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, তারাই বিভিন্ন সময়ে আপস করেছেন। কিন্তু খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অটল ছিলেন, কোনো ধরনের আপস করেননি।"

তিনি আরও উল্লেখ করেন যে, খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতায় থাকার চেয়ে আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের পেছনেই বেশি সময় ব্যয় করেছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অবিস্মরণীয়।

দেশের আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে আমির খসরু বলেন, "প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বর্তমান সময়ে জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানো সবচেয়ে জরুরি।"

একই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন। তিনি নির্বাচনকালীন সময়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।

মানবকণ্ঠ/আরআই