Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা, যারা আওয়ামী লীগের আমলে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকার শি-সেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ এবং কাঞ্চন পৌরসভার নির্বাচিত সদস্যরা অংশ নেন।

সাংবাদিক সম্মেলনে জনপ্রতিনিধিরা জানান, দল-মত নির্বিশেষে তারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠে কাজ করবেন এবং আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও জসিম উদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, ভোলাবো ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, ইমরান হোসেন রিপন এবং কাঞ্চন পৌরসভার সদস্য মফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিপু ভুঁইয়ার নেতৃত্বে সবাই একযোগে কাজ করবেন। তারা আরও বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বিকল্প নেই। দিপু ভুঁইয়ার নেতৃত্বে ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে দিপু ভুঁইয়ার পক্ষে কাজ করবেন এবং বিপুল ভোটে তাকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করবেন।