দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ২১ জন নেতাকে বহিষ্কার করেছে। সোমবার (২৬ জানুয়ারি) পৃথক চারটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিগুলোতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। এতে বলা হয়, বহিষ্কৃত নেতারা দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল নেতারা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এসব নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments