Image description

ঝালকাঠির নলছিটিতে প্রবাসী মায়ের সঙ্গে অভিমান করে অনামিকা আক্তার আদুরী (১৭)নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার(১৫জুন) রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্রী স্থানীয় বাসিন্দা অভি ইসলামের প্রথম  স্ত্রীর বড় মেয়ে। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা একজন মুদি ব্যবসায়ী।

প্রতিবেশীরা জানায়, অনামিকা আক্তার আদুরীর মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। এরই মাঝে তার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে মেয়ে তার বাবার সঙ্গেই থাকতেন। ঘটনার দিন দুপুরে নিজের রুমে বসে দীর্ঘ সময় তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এসময় বেশ উচ্চস্বরে কথা-কাটাকাটি হয়। এরপর রাতে বাবা বাসায় এসে তার রুম ভিতর থেকে আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পিছনের জানালা থেকে দেখতে পান মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আত্মহত্যার খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।