রাঙামাটির সাজেকে সড়ক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে জামাম ইঞ্জিনিয়ারিং নামক একটি ড্রাম ট্রাক ১৪ থেকে ১৫ জন শ্রমিক নিয়ে একটি ব্রীজ নির্মাণ কাজে যাচ্ছিল। এমন সময় ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের সেনাবাহিনীরা সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা যায়নি।
মানবকণ্ঠ/এসআরএস
Comments