Image description

ভারী বৃষ্টিপাতের কারনে ভারতের রাজধানী নয়াদিল্লি হয়ে পড়েছে বিপর্যস্ত। বৃষ্টির পানিতে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত আরো অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। 

এদিকে বুধবার (৩১ জুলাই) নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারনে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারির পর সব বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছে। এছাড়া বুধবার দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ব্যাপক বৃষ্টির কারণে দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া মেহরাউলি-ছত্তারপুর সড়কের যাত্রীরা প্রবল বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে থাকার দাবি করেছেন।

এমন বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচল। বৃষ্টির কারণে অন্তত ১০টি বিমান দিল্লিতে নামতে পারেনি। এমন পরিস্থিতির কারণে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে। এছাড়া ফ্লাইট চলবে কিনা সে ব্যাপারেও আগে থেকে জেনে আসতে বলেছে তারা। 

কদিন ধরেই দিল্লিতে ভারী বৃষ্টিতে ব্যাপক ভোগান্তি হচ্ছে মানুষের। এর মধ্যে গত শনিবার (২৭ জুলাই) একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে কেরালা রাজ্যে ভারী বর্ষণে ব্যাপক ভূমিধস হয়েছে মঙ্গলবার (৩০ জুলাই)। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রাণ গেছে দেড়শতাধিক মানুষের।


মানবকণ্ঠ/এফআই