Image description

চট্টগ্রামের সাগরিকায় প্রথম দিন ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনেও দারুণ শুরু করেছে তারা। তবে অল্প সময়ের মাঝে ৩ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেটে ৩৯১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ১ ও উইয়ান মাল্ডার ০ রানে ব্যাট করছেন।

২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতেই বাংলাদেশের জন্য ছিল হতাশার মুহূর্ত। দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এরপর স্ট্যাম্পিংয়ের আবেদনও ছিল তার বিপক্ষে। সেখানেও বেঁচে যান বেডিংহাম। দিনের প্রথম ১৭ ওভার নির্বিঘ্নেই কাটায় তারা।বড় পুঁজির পথে ভালোভাবেই এগোচ্ছিল প্রোটিয়ারা। তবে এরপরই দৃশ্যপটে তাইজুলের আবির্ভাব।

প্রথমে ৫৯ রান করা রিকেলটনকে বোল্ড করেন তাইজুল। একটু পরই টনি ডি জর্জিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ক্যারিয়ারসেরা ১৭৭ রান করেন এ ব্যাটার। সেই রেশ না কাটতেই রানের খাতা খোলার আগে কাইল ভেরেইনকে ফেরান বাঁহাতি স্পিনার।

এ অবস্থায় মাত্র ৫ রানের মাঝে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশও দিচ্ছে ম্যাচে ফেরার আভাস।