চট্টগ্রাম টেস্টে বল হাতে বাজে সময় কাটানোর পর ব্যাট হাতে হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় তৃতীয় দিনে অল্পেই গুটিয়ে গেছে টাইগাররা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। ছয় উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করা দক্ষিণ আফ্রিকার লিড ৪১৬ রান।
৩৮ রানে চার উইকেট নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। ম্যাচে ফিরতে দিনের শুরুটা ভালো হওয়া দরকার ছিল স্বাগতিকদের। তবে হয়েছে উল্টোটা। নাজমুল হোসেন শান্ত আগের দিনের সঙ্গে ৩ রান যোগ করতেই আউট হন।
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও মাহিদুল ইসলাম অঙ্কন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। মেহেদী হাসান মিরাজও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেননি। তিনি ১ রান করেন।
দিনের খেলায় মাত্র ১০ রান যোগ করতে ৪ উইকেট হারিয়ে বড়সড় বিপদের মুখে পড়ে বাংলাদেশ। তবে সেখানে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। ধংসস্তুপের মাঝে দাঁড়িয়ে ফিফটি করেন মুমিনুল। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও।
ব্যক্তিগত ৮২ রানে মুথুসামির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুমিনুল। এতে ভেঙে যায় নবম উইকেটে তাইজুলের সঙ্গে তার ১০৩ রানের জুটি। শেষ উইকেট হিসেবে তাইজুল ৩০ রানে আউট হন।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা পাঁচটি, ডেন পিটারসন ও কেশভ মহারাজ দুটি এবং সেনুরান মুথুসামি একটি করে উইকেট নেন।
মাণববকন্ঠ/আরআই
Comments