জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাবর আজমের জায়গায় ব্যাটিং করে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন কামরান গুলাম। তার ৯৯ বলে ১০৩ রানের ইনিংসে পাকিস্তান সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে ৯৯ রানে। এতে করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতল রিজওয়ানের দল।
জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচের আগ পর্যন্ত কামরান ওয়ানডেতে খুব একটা সুযোগ পাননি। মাত্র ৬ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন ২ বার। তবে এই ইনিংস প্রমাণ করল, ভবিষ্যতে তিনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন।
বৃহস্পতিবার বুলাওয়েতে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৩০৩ রান সংগ্রহ করে। জবাবে জিম্বাবুয়ে ৫৯ বল বাকি থাকতেই অলআউট হয় ২০৪ রানে। পাকিস্তানের বোলিং বিভাগ আজ যৌথভাবে পারফর্ম করে। ২ উইকেট করে পেয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, আমের জামাল ও হারিস রউফ। একটি করে উইকেট বাঁহাতি স্পিনার ফয়সাল আকরাম ও কামরানের।
পাকিস্তানের দেয়া টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫০ রান সংগ্রহ করার আগেই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেট যা একটু লড়াই করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তিনি ৬৩ বলে ৫১ রান করেন। এ ছাড়া ছাড়া আরও ৬ জন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেন, তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে ব্রায়ান বেনেটের ব্যাট থেকে।
এর আগ টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান উদ্বোধনী জুটিতে ৫৯ রান সংগ্রহ করে। সাইম আইয়ুব ৩১ করে আউট হলেও আব্দুল্লাহ শফিক অর্ধশত তুলে নেন। তবে এরপরই বিদায় নেন তিনি। তৃতীয় উইকেটে নেমে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে করে কামরান গুলাম ৮৯ রানের জুটি গড়েন। দলীয় ২০১ রানে রিজওয়ান ৩৭ রান করে বিদায় নিলেও অন্যপ্রান্তে ব্যাটের রানের ফোয়ারা ছুটাচ্ছিলেন কামরান। শেষ পর্যন্ত কামরান ৯৯ বলে ৪ ছক্কা ও ১০ চারে ১০৩ রান সংগ্রহ করেন। পাকিস্তান ৬ উইকেটে সংগ্রহ করে ৩০৩ রানের বড় সংগ্রহ।
আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ৩ ও ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি। এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সালমান আঘা।
মানবকণ্ঠ/আরআই
Comments