Image description

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন দক্ষিণী নায়িকা উর্বশী রাউতেলা। গত ২ জানুয়ারি মুক্তি পায় ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে অবাক দর্শকেরা! কারণ, সেই মিউজিক ভিডিওতে ছিল ‘অশালীন’ নৃত্য প্রদর্শন।

গানটি মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনরা। এবার উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেছেন তিনি। আর এতেই গর্জে উঠলেন উর্বশী।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীলভাবে নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শ্যুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।’

কমলের এমন মন্তব্যে চুপ থাকেননি উর্বশী। পালটা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নীচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’

কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।