Image description

আসন্ন বাজেটে মোবাইল অপারেটরের করপোরেট কর এবং সিগারেটের কর বাড়বে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার দুপুরে রাজধানীর রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান। আলোচনায় কর কমানোর দাবি জানায় সিমেন্টসহ বেশকিছু খাত।

বিড়ি, সিগারেট, মোবাইল অপারেটর, ওষুধ এসোসিয়েশনসহ নানা খাতের প্রতিনিধিদের নিয়ে এই প্রাক বাজেট আলোচনায় বসে এনবিআর।
 
এতে মোবাইল অপারেটররা দাবি জানায়, করপোরেট কর ৪৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার। একই সাথে মোবাইল সিমের উপর থাকা ৩০০ টাকা কর প্রত্যাহারের দাবিও ছিল তাদের। এছাড়া, বিড়ি-সিগারেটের কর ধীরে বাড়ানোর প্রস্তাব করেন বিড়ি-সিগারেট শিল্প সমিতির প্রতিনিধিরা। এদিকে, কাস্টমস কর্মকর্তাদের হয়রানি অভিযোগ করেন ঔষধ শিল্প মালিকরা।

সিগারেটের প্রকোপ কমাতে মূল্যস্তর কমানোর চিন্তার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বিড়ি শিল্পে কর ফাঁকি বন্ধে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি। 

আবদুর রহমান বলেন, ‘দেশ পরিচালনার জন্য যে অর্থের জোগান দিতে হয় সেটা আমাদের দেখতে হবে। আমরা ১৮ কোটির একটি পরিবার। এখানে যার বেশি আয় থাকবে সে বেশি ট্যাক্স দেবে, আর যার আয় কম সে কম দেবে।’