
পাবনার ঈশ্বরদী উপজেলায় লক্ষ্মীকুন্ডা গ্রামে ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বড় ভাইয়ের হাতুড়ি পেটায় ছোট ভাই জিপু সরদার (৩০) নিহত হয়েছেন।
আর বড় ভাই মনিরুল সরদার(৩৪) ছেট ভায়ের হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষ্মীকুন্ডা গ্রামে মারামারির ঘটনা ঘটে। জিপু সরদার মারা যান দুুপুর ১২টার দিকে। হতাহত দুই ভায়ের পিতা উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষ্মীকুন্ডা গ্রামের রিকাত আলী সরদার।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জিপু সরদারু অবিবাহিত আর মনিরুল এক সন্তানের জনক। সম্প্রতি তারা একসঙ্গেই বাড়ি নির্মাণ শুরু করেছেন। সেই বাড়ির রুম নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাই হাঁসুয়া ও হাতুড়ি নিয়ে মারামারি করতে থাকেন। একপর্যায়ে দুই ভাইই গুরুতর আহত হন।
পরিবারের লোকজন দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুইজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় জিপুর। অপর ভাই মনিরুল সরদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মনিরুল ইসলাম বলেন, বড় ভাই মনিরুল ইসলামের আঘাতে ছোট ভাই জিপু সরদার গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় জিপুর। প্রাথমিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments