
রাজধানীর দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেক এলাকা থেকে রিনা মনিকা কস্তা (৪৩) নামের এক খ্রিষ্টান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে একটি ফ্ল্যাটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রিনা মনিকা কস্তা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং হিউবার্ট কস্তার স্ত্রী। তার দুই ছেলে আছে।
রিনা মনিকার ছোট ছেলে অন্তর রোজারিও জানান, তার বড় ভাইয়ের কাছ থেকে খবর পেয়েছেন যে মা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে কোনো সাড়া দিচ্ছেন না। পরে বড় ভাই জানালা দিয়ে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অন্তর রোজারিও দাবি করেন, তার মায়ের সঙ্গে ফয়সাল (২৮) নামের এক যুবকের সম্পর্ক ছিল এবং ফয়সাল প্রায়ই তাদের বাসায় আসতেন। অন্তরের অভিযোগ, ঘটনার আগেও ফয়সালের সঙ্গে তার মায়ের তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এরপর ফয়সাল পাশের ঘরে চলে গেলে তার মা দরজা বন্ধ করে দেন। লাশ উদ্ধারের পর ফয়সাল পালিয়ে গেছেন বলে তিনি জানান।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, বুধবার রাত ১১টার দিকে খবর পেয়ে তারা দরজা ভেঙে ওই নারীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। এসআই আরও জানান, মনিকা কস্তা ও তার স্বামী হিউবার্ট কস্তার মধ্যে সম্পর্কের অবনতির কারণে তারা তিন বছর ধরে আলাদা থাকছেন।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments