Image description

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে মোট ২৮৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৬১ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩২৬ জন পুরুষ এবং ১ লাখ ১১ হাজার ২৫২ জন নারী।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয় থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তদারকির দায়িত্ব পালন করবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।