
এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা নিজেদের কাজটা নিশ্চিত করেছে। এর ফলে বাংলাদেশের সুপার ফোরের ভাগ্যও নির্ধারিত হয়েছে। শ্রীলঙ্কা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ লিডার, আর বাংলাদেশ রানার্স-আপ। আফগানিস্তানের স্বপ্ন ভেঙেছে।
ম্যাচের সারাংশ: শ্রীলঙ্কার জয়ের রোস্টার
টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে। নুয়ান তুষারার দুর্দান্ত পেসের তোপে তারা ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে যায়। তুষারা ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ অবদান রাখেন। কিন্তু শেষ দিকে মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসে আফগানরা স্বপ্ন দেখায়। ৪০ বছর বয়সী নবী ২২ বলে ৬০ রান করেন ২৭২.৭২ স্ট্রাইক রেটে—৩ চার ও ৬ ছক্কায়। শেষ ওভারে ৫ ছক্কা মেরে তিনি ইনিংস শেষ করেন, কিন্তু রানআউট হয়ে ফিরেন।
দুনিথ ওয়েলালাগের ক্যাচ ফেলে নবীর স্কোর ছিল মাত্র ৬। সেই ভুলের মাশুল গুণতে হয় শ্রীলঙ্কাকে। বোলিংয়ে তুষারা ছাড়াও ওয়ানিন্দু হাসারঙ্গা মিতব্যয়ী—১৮ রান দিয়ে উইকেট নেননি। দাসুন শানাকা ২৯ রান দিয়ে ১ উইকেট নেন। দুশমন্ত চামিরা ৫০ রান দিয়ে ব্যর্থ হন। শেষ দুই ওভারে নবী ওয়েলালাগের বিরুদ্ধে ৪৯ রান করে দেন, কিন্তু সামগ্রিকভাবে শ্রীলঙ্কা ১৮ ওভার পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখে।
জবাবে শ্রীলঙ্কা ৮ বল বাকি রেখে ৬ উইকেটে লক্ষ্য অর্জন করে। কুশল মেন্ডিসের অপরাজিত ৭৪ রান (৫২ বল, ১০ চার) ম্যাচের নায়ক। পাওয়ারপ্লেতে পাথুম নিসাঙ্কা (৬) ও কামিল মিশরা (৪) উইকেট হারালেও মেন্ডিস জয়ের পথ দেখান। কুশল পেরেরার সঙ্গে ৪৫ রানের জুটি (পেরেরা ২০ বলে ২৮ রান), চারিথ আসালাঙ্কার সঙ্গে ২৭ রানের যোগাযোগ, এবং কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে (কামিন্দু ১৩ বলে ২৬*, ২ ছক্কা) তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
বাংলাদেশের সুপার ফোর যাত্রা
শ্রীলঙ্কার এই জয় বাংলাদেশের জন্য সোনায় সোহাগা। আফগানিস্তানের শেষ চারের সম্ভাবনা শেষ হওয়ায় বাংলাদেশ ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হিসেবে সুপার ফোরে উঠেছে। গ্রুপে শ্রীলঙ্কা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। লিটন দাস, জাকির আলি অনিকদের দল এবার শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে খেলবে।
ম্যাচের সংক্ষিপ্ত পরিসংখ্যান
-
আফগানিস্তান: ৮ উইকেটে ১৬৯ (মোহাম্মদ নবী ৬০, নুয়ান তুষারা ৪/১৮)
-
শ্রীলঙ্কা: ৬ উইকেটে ১৭০ (কুশল মেন্ডিস ৭৪*, কামিন্দু মেন্ডিস ২৬*, পেরেরা ২৮)
-
ম্যাচসেরা: কুশল মেন্ডিস
কুশল মেন্ডিসের দুর্দান্ত ইনিংসের কল্যাণে শ্রীলঙ্কা জয় পেলেও বাংলাদেশের জন্য এই জয় ছিল সুপার ফোরের টিকিট। এবার সুপার ফোরে বাংলাদেশ কীভাবে শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়বে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
Comments