
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরীর বাবা, সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী (৭৮) বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ওয়েসিস হাসপাতালে মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত নিজাম উদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী গ্রামে হলেও পরিবার রুকনপুরে বাস করতেন। মৃত ব্যক্তির স্ত্রী ও ছয় সন্তান রয়েছেন। এবাদত হোসেন চৌধুরী তার বাবাকে শেষবার দেখার জন্য হাসপাতালে উপস্থিত ছিলেন এবং সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ করেছেন।
শুক্রবার সকাল ১১টায় কাঠালতলী ঈদগাহ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Comments