Image description

লিবিয়ায় গুলিতে আহত হওয়ার পর ১১দিন ধরে খোঁজ নেই মাদারীপুরের যুবক জীবন ঢালীর। এ ঘটনার পরিবারে নেমে এসেছে হতাশা। নিখোঁজ জীবন ঢালী (২২) সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ‘জয়ার’ গ্রামের কালাম ঢালীর ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, ৬ মাস আগে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য রাসেল খানের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইতালীর উদ্দেশ্যে বাড়ি ছাড়ে জীবন ঢালী। মধ্যপথে যুবককে লিবিয়ায় জিম্মি করে পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে দালালচক্র। পরে গত ৮ সেপ্টেম্বর একটি ঘরে বন্দি করে সেখানে থাকা বিভিন্ন দেশের যুবকদের এলোপাতাড়ি গুলি করে লিবিয়ার মাফিয়ারা। সেই গুলিতে আহত হয় জীবন। গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে আর কোন খোঁজই মিলছে না যুবকের। এমন পরিস্থিতিতে দালালের চাপে গণমাধ্যমেও কথা বলতে ভয় পাচ্ছেন নিখোঁজের পরিবার। যদিও এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ‘লিবিয়ায় গুলিতে এক যুবক আহতের খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে পুলিশ জানতে পেরেছে, কেউ কেউ বলছে যুবক মারা গেছে, আবার কেউ বলছে নিখোঁজ রয়েছে জীবন ঢালী। এ ব্যাপারে পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’