
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১১-১২টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা আনুমানিক ১৮-২০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। পরে বিষয়টি শ্রীমঙ্গল স্টেশন মাস্টার এবং পুলিশকে জানানো হয়। কিন্তু কোন ট্রেনে ধাক্কা দেয় তা জানতে পারেনি পুলিশ ও স্টেশন মাস্টার।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, ‘সকালে আমার কাছে খবর আসে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া নামক স্থানে রেললাইনের পাশে একটা লাশ পড়ে আছে, আমি সাথে সাথে শ্রীমঙ্গল জিআরপি পুলিশকে খবর দেই। তবে কোন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সেটা বলতে পারেন না বলে জানান স্টেশন মাস্টার। তবে তিনি জানান সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন সিলেট উদ্যেশ্যে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যায়।’
শ্রীমঙ্গল রেলওয়ের থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ননি গোপাল জানান, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
Comments