
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার নবগঠিত কমিটির সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং শিবচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা হয়। এতে রাজনীতির স্বচ্ছতা, গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। জনগণের কথা পৌঁছে দিতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করেন। আমরা বিশ্বাস করি, সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাহস ও নিরপেক্ষতার প্রশংসা করে বলেন,
রাজনীতি ও সাংবাদিকতা উভয় ক্ষেত্রেই সত্য ও ন্যায়ের জয়ী হওয়া জরুরি। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরা সম্ভব নয়।
এ ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, মো. শাহজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, মো.শহীদুল ইসলাম দীপু এবং সোহেল রানা। তাঁরা সাংবাদিকদের সঙ্গে পজিটিভ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। তাঁদের কলম ও ক্যামেরার মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও জনগণের সমস্যাগুলো প্রকাশ পায়। ফলে সমাজ ও রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডে গণমাধ্যমকে অংশীদার হিসেবে গণ্য করে বিএনপি সর্বদা সাংবাদিকদের পাশে থাকবে বলেও নেতারা উল্লেখ করেন।
সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। নেতারা আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করে শিবচরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
Comments