কুমিল্লায় পাঁচদফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দরা।
সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন; কুমিল্লা মহানগরীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন; মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, মহানগরীর নায়েবে আমীর এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মোল্লা, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সিটি কাউন্সিলর মোশারফ হোসাইন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, সদর দক্ষিণ উপজেলা আমীর মিজানুর রহমান, ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক নাজমুল হাসান পঞ্চায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Comments