Image description

গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে উপকূলীয় জেলা পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজন “প্রকৃতির ডাক: জারি গানে ন্যায় রূপান্তর”। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জারি গানের মাধ্যমে জলবায়ু সংকট ও উপকূলীয় দুর্দশার চিত্র ফুটিয়ে তোলা হয়।

কর্মসূচির আয়োজন করে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, সহযোগিতায় ছিল গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন।

জারি গানের কথায় উঠে আসে লবণাক্ত পানির যন্ত্রণা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহতা এবং নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের প্রয়োজনীয়তা। আয়োজকরা জানান, লোকজ সংস্কৃতির মাধ্যমে জটিল ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন, শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম এবং গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ফাউন্ডার ও ডিরেক্টর খাইরুল ইসলাম মুন্না,ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর এডমিন তাসিব আলম তুয়ান প্রমুখ ।

খাইরুল ইসলাম মুন্না বলেন, “উপকূলীয় মানুষের টিকে থাকার জন্য ফসিল ফুয়েল নির্ভর শক্তির পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর জরুরি। তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে, যাতে উপকূল থেকে জাতীয় পর্যায়ে জলবায়ু ন্যায়ের দাবি আরও জোরদার হয়।”

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, উপকূলের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে ফসিল ফুয়েল পরিহার করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো জরুরি। তরুণ সমাজকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে।